৪১তম পরিক্ষা পেছানোর দাবিতে রিট করবে বিসিএস প্রত্যাশীরা

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে হাইকোর্টে রিট করবেন বিসিএস প্রত্যাশীরা। আগামীকাল রবিবার (৭ মার্চ) রিট করবেন তারা।
শনিবার ৪১তম বিসিএস স্থগিত করতে হবে’ গ্রুপের আলোচনায় রিট করার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রুপের সদস্য মো. ফুয়াদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল রবিবার আমরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সরকারী কর্ম কমিশনের (পিএসসি) কার্যালয়ে স্মারকলিপি দেয়া হবে।
এছাড়া রবিবার পরীক্ষা পেছানোর দাবিতে আমরা হাইকোর্টে রিট করব। এর আগে গত সোমবার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিসিএস প্রত্যাশীরা। মানববন্ধনে করোনার টিকা নিশ্চিত করে রোজার ঈদের পর পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।
চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটা বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা। তারা আরও বলেন, করোনার ঝুঁকি এড়াতে সকল পরীক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া করোনা সংক্রমণ রোধে বইমেলা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মাস্টার্স বা অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা-সব পিছিয়ে দেয়া হলো, তাই বিসিএস পরীক্ষার্থীদের ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ৪১ তম বিসিএস ও পিছিয়ে দেয়া উচিত।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুই হাজার ১৬৬ শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এরমধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
নিয়মিত চাকরির সকল পরিক্ষার প্রবেশ পত্র, পরিক্ষার তারিখ, সার্কুলার পেতে ভিজিট করুন www.bdjobspublisher.com যোগ দিন আমাদের ফেসবুক পেইজে Bdjobspublisher এবং গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি ।
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত চাকরির প্রস্তুতি মডেল টেস্ট ০১-৪০ টি পড়তে ক্লিক করুন
পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক সাধারণ জ্ঞান ( বাংলাদেশ ও আন্তর্জাতিক)